উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সমস্যা হিসেবে অভিহিত করে ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো বলেন, সে তার সরকারের জন্য ব্যাপক ঝামেলা তৈরি করেছে। খবর এএফপি’র।
টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাতকারে মোরেনো আরও বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে আমরা ইতিবাচক ফলাফল পাবো বলে আশা করছি।’
উল্লেখ্য, ইকুয়েডর চলতি মাসের শুরুতে অ্যাসাঞ্জকে নাগরিকত্ব দিয়েছে।
বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম