জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার পর এবার ওই শহরে যুক্তরাষ্ট্রের দূতাবাস উদ্বোধন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ উপলক্ষে আগামী মাসে অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে সফর করতে পারেন এ নেতা। তিনি এমন সময় এ ঘোষণা দিলেন যখন ক্ষোভে উত্তাল ফিলিস্তিন।
এর আগে গত ডিসেম্বরে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেয়ার ঘোষণা দেন ট্রাম্প। সে সময় তিনি বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবেও ঘোষণা করেন।
শুক্রবার ট্রাম্প বলেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র যে নীতি অনুসরণ করে আসছিল তা থেকে সরে যাওয়ার কারণে ট্রাম্পর মধ্যে কোনো দুঃখ নেই।
জার্মান নেতা অ্যাঙ্গেলা মরকেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি ইসরায়েল যেতে পারি এবং আমি এর জন্য অনেক গর্বিত।
এর আগে, আরও কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস শহরে যুক্তরাষ্ট্র দূতাবাস সরিয়ে নেয়ার কথা বললেও তা বাস্তবায়ন করেননি।
এ সম্পর্কে ট্রাম্প বলেন, বহু বছর ধরে বহু প্রেসিডেন্ট মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিলেও কেউ তা বাস্তবায়ন করেননি। তারা সবাই নির্বাচনী প্রচারণায় এ প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কেউ তা বাস্তবায়ন করেননি, আমি করেছি।
বিডিপ্রতিদিন/ ই-জাহান