ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কর্ণাটকের বিজেপি সমর্থকদের চোখে–মুখে উপচে পড়ছে ভক্তি। সমর্থকরা এতটাই মোদি অনুরক্ত যে নিজের পিঠে প্রধানমন্ত্রীর মুখ ট্যাটু করিয়েছেন।
বাসবরাজ নামের এক ভক্ত ১৫ ঘণ্টা সময় নিয়ে তার নিজের পিঠে ট্যাটুটি করিয়েছেন। গোটা পিঠ জুড়ে মোদির মুখ ট্যাটুর করার পর প্রচারে একপ্রকার জামা খুলেই ঘুরে বেরাচ্ছেন কর্ণাটকের ওই ব্যক্তি।
আর বাসবরাজের পিঠে চশমা পরা মোদির মুখ দেখতে ভিড় করছেন অনেকেই। এলাকায় জনপ্রিয়তা বেড়েছে বাসবরাজের। তবে শুধু মোদি নয়, কর্নাটকের বিজেপি বিধায়ক কে শিবাঙ্গগৌড়ার ছবিও নাকি তিনি ট্যাটু করেছেন শরীরে। যদিও সেটা দেখা যাচ্ছে না।
তবে অনেকে বলছেন সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য একটু অতিমাত্রায় মোদি ভক্তি দেখাচ্ছেন বাসবরাজ। যে যাইহোক আপাতত সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে বাসবরাজের এই মোদি ট্যাটু। এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয় বিজেপিও।
বিডি-প্রতিদিন/ ই-জাহান