কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে দুই মানব পাচারকারীকে আটক করা হয়েছে। গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে মঙ্গলবার বিকেলে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে মানব পাচারের খবর প্রকাশের পর ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। রাতভর অভিযানে মানব পাচারচক্রের সক্রিয় দুই সদস্য সামছুল আলম (৪৫) এবং আলমগীর হোসেন ওরফে জাবেদ (৩৫) গ্রেপ্তার হন।
আটক সামছুল আলম টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক পাচারের দুটি মামলা রয়েছে। অপরদিকে একই এলাকার আলমগীর হোসেন ওরফে জাবেদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, গোলযোগ সৃষ্টি ও হিংসাত্মক আচরণের অভিযোগে আরও দুটি মামলা রয়েছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মানবপাচার ও মাদক নির্মূলে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আশিক