ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ সালাহুদ্দিন প্রদেশে বিমান বাহিনীর বোমা হামলায় অন্তত ১৬ আইএস জঙ্গি নিহত হয়েছে বলে ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে বলা হয়, পাহাড়ি অঞ্চলে একটি ভবনে আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে জঙ্গিরা নিহত হয়।
এর আগে, গত ডিসেম্বরে ইরাককে আইএসমুক্ত হিসেবে ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। কিন্তু চলতি বছরের শুরুতে সন্ত্রাসী হামলা বাড়ার কারণে আইএসের বিরুদ্ধে আবারও অভিযান শুরু করে ইরাকি বাহিনী।
বিডি প্রতিদিন/ ৫ জুলাই ২০১৮/ ওয়াসিফ