ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে লক্ষ্য করে আবারও আক্রমণাত্মক মন্তব্য করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এবার তিনি জানিয়ে দিলেন, রাহুল গান্ধীও কোকেন নেন। ডোপ টেস্ট হলে তিনিও উত্তীর্ণ হতে পারবেন না।
বিতর্কের সূত্রপাত পাঞ্জাবের কংগ্রেস সরকারের এক নির্দেশিকায়। অমরিন্দর সিং সমস্ত সরকারি আধিকারিক ও পুলিশ কর্মীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছেন। নির্দেশিকা জারি করে মুখ্যসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
এরপরই ভারতের জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়। তারই জের ধরে বিজেপি সাংসদ কংগ্রেস সভাপতিকে আক্রমন করেন। কংগ্রেস সরকারের জারি করা নির্দেশিকা যে জনগণ কতটা গ্রহণ করল তা প্রমাণ করতে রাহুলকেই মাদকাসক্ত দাবি করে বসেন বিতর্কিত নেতা। বলেন, রাহুল গান্ধী নিজেও তো কেকেন নেন। যদি ডোপ টেস্ট করা হয়, তবে তিনিও উত্তীর্ণ হতে পারবেন না।
তবে এ ব্যাপারে এখনও কংগ্রেসের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
বিডি প্রতিদিন/ ৬ জুলাই ২০১৮/ ওয়াসিফ