ভেঙে পড়ল ফাইটার জেট৷ একদল পাখির সঙ্গে ধাক্কা লেগে মাঝ আকাশে ঘটল এই বিপত্তি৷ গত মঙ্গলবার দক্ষিণ সুইডেনে এই ঘটনায় এটি সুইডিশ ফাইটার জেট ভেঙে পড়ে৷ তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পারেন বলে জানা গেছে৷
সূত্রের খবর, সুইডিশ আর্মড ফোর্সেস'র মুখপাত্র জোহান লান্ডগ্রেন জানান, একঝাঁক পাখির সঙ্গে ধাক্কা লেগেই এই দুর্ঘটনা ঘটে৷ সুইডিশ এয়ারোস্পেস কোম্পানি সাব'র তৈরি জ্যাস গ্রিপেন এয়ারক্র্যাফ্টের ট্রেনিং মিশনে ছিলেন সেই পাইলট৷ দক্ষিণ সুইডিশ শহর রণবির কাছে একটি মিলিটারি এয়ারবেসের আট কিলোমিটার উত্তরে এই দুর্ঘটনা ঘটে৷ আহত পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়৷
কর্তৃপক্ষ জানান, একটি জঙ্গলের মধ্যে এই ফাইটার জেট ভেঙে পড়ে৷ সুইডেনে একটি রিপোর্টের ভিত্তিতে বলা হয়েছে, প্রতি বছর পাখির সঙ্গে ধাক্কা লেগে এই ধরণের ৪০০ ঘটনা ঘটে৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর