সিরিয়ার ৯৬ শতাংশেরও বেশি ভূখণ্ড এখন সন্ত্রাসীমুক্ত বলে রাশিয়া ঘোষণা করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার সরকারি বাহিনী এখন দেশটির সাড়ে ৯৬ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। সন্ত্রাসবিরোধী অভিযানের মাধ্যমে বিশাল ভূখণ্ড পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০১৫ সালের পর থেকে এ পর্যন্ত রাশিয়া সিরিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে একশ'র বেশি ক্যালিভার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। আমেরিকা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ বিরোধী সন্ত্রাসীদের নানাভাবে সহযোগিতা করার পরও এই সাফল্য এসেছে।
২০১১ সাল থেকে আমেরিকা, ইসরায়েল ও তাদের আঞ্চলিক মিত্র দেশগুলোর সহযোগিতায় সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়। এরপর সিরিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে রাশিয়া ও ইরানের সহযোগিতা চায়।
সিরিয়ার আহ্বানে সাড়া দিয়ে ইরান, লেবাননের হিজবুল্লাহ ও রাশিয়ার সামরিক উপদেষ্টারা দেশটিতে সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেয়। এর ফলে দায়েশের পতন ঘটে। অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীও একের পর এক পরাজিত হচ্ছে।
বিডি প্রতিদিন/২৩ আগস্ট ২০১৮/আরাফাত