আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে নির্ধারিত সময়ের এক বছর আগেই তুরস্ককে উন্নত প্রযুক্তির এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে রাশিয়া। প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্রগুলো ২০২০ সালে সরবরাহ করার কথা থাকলেও সম্প্রতি এক ঘোষণায় ২০১৯ সালেই তা সরবরাহের কথা জানিয়েছে রাশিয়া।
এ ব্যাপারে রাশিয়ার রাষ্ট্র পরিচালিত অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোনেক্সপোর্ট’র প্রধান অ্যালেক্সান্ডার মিখেইভ বলেন, তুরস্কের সঙ্গে এস-৪০০ নিয়ে চুক্তিটি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে। ২০১৯ সালে আমরা চুক্তি সম্পন্নের প্রক্রিয়া শুরু করবো।
পাশাপাশি রোসোবোরোনেক্সপোর্ট জানিয়েছে, তারা এখন থেকে বৈদেশিক মিত্রদের সঙ্গে ব্যবসা করার সময় ডলারের বদলে স্থানীয় মুদ্রা ব্যবহার করবে।
উল্লেখ্য, গত বছর এস-৪০০ তৈরিকারী রুশ প্রতিষ্ঠান রসটেক’র প্রধান নির্বাহী কর্মী বলেছিলেন, ২০২০ সালে ক্ষেপণাস্ত্রগুলো সরবরাহ করা হবে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/ ২৩ আগস্ট ২০১৮/ ওয়াসিফ