পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র। দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করে তা যে কতটা জটিল তারও হিসাব দিল যুক্তরাষ্ট্র। পাকিস্তান ও তার পার্শ্ববর্তী প্রদেশের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে তারা কতটা আগ্রহী সে বিষয়েও জানায়।
সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ারসের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি অ্যালাইস ওয়েলস নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের শান্তি স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানান। একটি প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, পাকিস্তান তালেবানদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করুক।
শুধুমাত্র হিংসার পথ ছেড়ে তাদের আলাপ-আলোচনার পথে আসতে হবে। পাকিস্তান ও আফগানিস্তানকে যৌথভাবে এই আলোচনায় এগিয়ে আসতে হবে। নব-নির্বাচিত প্রধানমন্ত্রী এই পদক্ষেপ নিলে তারা পাশে থাকবেন এমনটাই আশা জুগিয়েছে যুক্তরাষ্ট্র।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর