ইরানের পশ্চিমাঞ্চলে ইরাক সীমান্তবর্তী এলাকায় রবিবার ভোরে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দু'জন নিহত ও ২৪১ জন আহত হয়েছেন। কারমানশাহ প্রদেশের তাজেহাবাদ শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম।
তাসনিমের খবর অনুযায়ী, শক্তিশালী ভূমিকম্পের পর তিন মাত্রার আরও দুটি ভূ-কম্পন হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছয় দশমিক এক। কারমানশাহ প্রদেশের জাভানুর্দু শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এটি আঘাত হেনেছে।
বিডি প্রতিদিন/ ২৬ আগস্ট ২০১৮/ ওয়াসিফ