পাকিস্তানে উড়ে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে আটক নিউইয়র্কের এক যুবককে। তাকে জেরা করে বেরিয়ে এসেছে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য।
শুক্রবার ম্যানহাটানে এফবিআই আটক করে জেসাস উইলফ্রেডো এনকারন্যাসিঅন নামের ২৯ বছরের ওই যুবককে। সে একটি আন্তর্জাতিক উড়ান সংস্থার বিমানে উঠতে যাচ্ছিল। গন্তব্য ছিল পাকিস্তান।
পুলিশের জেরায় সে স্বীকার করেছে, ২০০৮ সালে যারা মুম্বাইয়ে জঙ্গি হামলা চালিয়েছিল সেই জঙ্গি গোষ্ঠীতে লস্কর-ই-তৈবাতে সে যোগ দিতে চায়। জঙ্গিদের মতো সে খুন করতে চায়।
জঙ্গি দলে যোগ দিতেই উইলফ্রেডো পাকিস্তানে যাচ্ছিল বলে এফবিআইয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ