সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের বিখ্যাত সঙ্গীতশিল্পীর মৃত্যুর ঘটনায় মুসলিম বন্দীশিবির বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। আব্দুরেহিম হায়াত নামের সেই সঙ্গীতশিল্পী চীনের জিনজিয়াং প্রদেশে ৮ বছর ধরে বন্দী ছিলেন। যেখানে আরও ১০ লাখের মতো উইঘুর মুসলিম বন্ধী রয়েছে। তুরস্কের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বন্দীশিবিরে উইঘুরদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।
যদিও চীনের দাবি, এ শিবিরে উইঘুরদের 'শিক্ষা' দেয়া হয়। তুর্কি ভাষী উইঘুররা ইসলাম ধর্মে বিশ্বাসী, চীনের উত্তর-পূর্ব জিনজিয়াং প্রদেশে তাদের বাস। তাদের গতিবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে চীন সরকার।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, ১০ লাখের বেশি উইঘুর তুর্কিকে গ্রেফতারের পর নির্যাতন ও ব্রেইন ওয়াশ করা হচ্ছে। যাদের বন্দী করা হয়নি তারাও চাপে রয়েছে। একবিংশ শতাব্দীতেও এমন চীনা কর্তৃপক্ষের এমন বন্দীশিবির চালু ও উইঘুরদের বিরুদ্ধে নেয়া কৌশলগত নির্মূল নীতি মানবতার অবমাননা।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা