বিশ্বের সবচেয়ে বড় মাদক চক্র ‘সিনালোয়া’র প্রধান ও মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ওয়াকিন ‘এল চাপো’ গুজমানকে মাদক পাচার মামলায় ১০টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন নিউ ইয়র্কের ফেডারেল আদালত। তার সাজা এখনো ঘোষণা করা না হলেও আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই মাদক মাফিয়ার বিরুদ্ধে কোকেন এবং হেরোইন সরবরাহসহ অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রাখা এবং অর্থপাচারের মতো অনেকগুলো অপরাধের অভিযোগ ছিল। এসব অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে।
গুজম্যান ১৯৯৩ সালে প্রথম দফায় গুয়াতেমালায় গ্রেফতার হন। ২০০১ সালে জেল পালান। দ্বিতীয় দফায় ২০১৪ সালে গ্রেফতার হন তিনি। ২০১৫ সালে মেক্সিকোর একটি কারাগার থেকে সুরঙ্গ দিয়ে পালিয়ে যাওয়ার পাঁচ মাস পর আবার গ্রেফতার হন মাদক সম্রাট হিসেবে পরিচিত ওয়াকিন গুজমান। পরে ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।
মার্কিন রাষ্ট্রপক্ষীয় আইনজীবীদের বক্তব্য, যুক্তরাষ্ট্রে মাদকের সবচেয়ে বড় সরবরাহকারী এই চক্রটি। টানা এগারো সপ্তাহের বিচারিক কাজ শেষে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের একটি আদালত গুজমানকে দোষী সাব্যস্ত করে রায় দেন।
রায় ঘোষণার সময় গাঢ় রঙা স্যুট-জ্যাকেট ও টাই পরে বসে থাকা গুজমানের চেহারা পুরোপুরি নির্লিপ্ত ছিল বলেও জানিয়েছে সিবিএস।
গুজমানের সহযোগীদের অনেকেই তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম