সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রবিবার পাকিস্তান পৌঁছানোর মধ্য দিয়ে তার এশিয়া সফর শুরু করেছেন। ‘এমবিএস’ হিসেবে পরিচিত যুবরাজ সালমান সোমবার পর্যন্ত রাজধানী ইসলামাবাদে অবস্থান করবেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
পাকিস্তানের পর সালমান ভারতে যাবেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জ্বালানীমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন। বৃহস্পতি ও শুক্রবার সৌদি যুবরাজ চীন সফরের মধ্য দিয়ে তার এশিয়া সফরের ইতি টানবেন।
তার রবিবার ও সোমবার ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সংক্ষিপ্ত সফরে যাওয়ার কথা থাকলেও শনিবার তা পিছিয়ে দেয়া হয়েছে। এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এমবিএস এর কট্টর সমালোচক সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পাঁচ মাস পর তিনি এশিয়া সফর করছেন। ওই ঘটনাটি নিয়ে ইস্তাম্বুলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম