কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণের অন্যতম হোতা আফগান নাগরিক রশিদ গাজিকে হত্যা করল ভারতীয় সেনারা।
এই রশিদ গাজিই কাশ্মীরে আত্মঘাতী হামলাকারী আদিল আহমেদ দারকে বিস্ফোরণের প্রশিক্ষণ দিয়েছিল।
রবিবার গভীর রাতে পুলওয়ামার পার্শ্ববর্তী পিঙ্গলান এলাকায় জঙ্গিরা আবারও ভারতীয় সেনাদের ওপর হামলা চালালে তারাও পাল্টা জবাব দেয়। এরপর শুরু হয় বন্দুকযুদ্ধ।
দুইপক্ষের গুলি বিনিময়ে এক মেজরসহ চার ভারতীয় সেনা সদস্য নিহত হন। পরে সেনাবাহিনী, সিআরপিএফ ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে নিহত হন রশিদ গাজি।
ওই এলাকায় আরও ২/৩ জন জঙ্গি আটকা পড়েছে বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম। এদের মধ্যে হামলার মূল পরিকল্পনাকারী পাকিস্তানি নাগরিক কামরানও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, আদিল গত বৃহস্পতিবার গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবহরে আত্মঘাতী হামলা চালায়। এতে এখন ৪৯ জন সেনা নিহত হয়েছে। আহত রয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/কালাম