ভারতের ধনকুবের শিল্পপতি অনিল আম্বানিকে আজ বুধবার দেশটির সর্বোচ্চ আদালত দোষী সাব্যস্ত করেছেন। আদালত বলেছেন, এরিকসন ইন্ডিয়াকে ৪৫৩ কোটি রুপি পরিশোধ না করলে তাকে তিন মাসের জন্য কারাগারে যেতে হবে। আগামী চার সপ্তাহের মধ্যে এ অর্থ পরিশোধ করতে হবে।
অনিল আম্বানি ভারতের বিখ্যাত শিল্পগ্রুপ রিলায়েন্সের চেয়ারম্যান। শুধু অনিল আম্বানিই নয়, তার আরও দুই পরিচালককেও ১ কোটি রুপি করে জরিমানা করা হয়েছে।
অনিল আম্বানি ও তার সহযোগীরা 'প্রতিশ্রুতি ভঙ্গ' করেছে বলেও কঠোর সমালোচনা করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। এটাকে 'ইচ্ছাকৃত অবাধ্যতা' হিসেবে আখ্যা দিয়েছেন আদালত।
আদালতের এ নির্দেশনার জবাবে রিলায়েন্স কমিউনিকেশন্স লিমিটেডের মুখপাত্র এক বিবৃতি বলেছেন, আমরা সর্বোচ্চ আদালতের এ নির্দেশকে সম্মান করি। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/ফারজানা