ভারতকে হুমকি দিয়ে ট্রোলড হতে হল পাকিস্তানি সাংবাদিককে৷ ওই সাংবাদিক ভারতে অ্যাটম বোমা ফেলে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিল। সেই হুমকির পর পাকিস্তানি সাংবাদিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুচ্ছ তাচ্ছিল্য করেছে ভারতীয়রা। কেউ কেউ পাকিস্তানি টিভি চ্যানেলগুলি সাফল্যের সঙ্গে ভারতীয়দের মনোরঞ্জন করে চলেছে বলে মন্তব্য করেছেন।
পুলওয়ামা হামলার পর ভারত থেকে টমেটো রফতানি বন্ধ হয়ে গেছে পাকিস্তানে। টোমাটো না পেয়ে ভারতের উপর চটে গিয়েছেন এক পাকিস্তানি সাংবাদিক। একটি ভিডিওতে তিনি সরাসরি ভারতকে হুমকি দেন। তিনি জানান, টমেটো মোদি আর রাহুল গান্ধীর মুখে ছুঁড়ে মারা হবে। ভারত খুব নিচু কাজ করেছে। সময় এসে গেছে টমেটোর জবাব ভারতকে অ্যাটম বোমা দিয়ে দেওয়ার।
শেষ পর্যন্ত এমন মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক বনে যান ওই সাংবাদিক৷ কেউ কেউ লেখেন, সাংবাদিকের কথা শুনেতো পিছনে তার সহকর্মীরা হাসছে। এমন হাস্যকর হুমকি কেউ আগে কখনোও দিয়েছে বলে মনে হয় না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর