মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় 'মহাকাশ বাহিনী' গঠনের নির্দেশনাপত্রে স্বাক্ষর করেছেন। ওই পত্রে ‘মহাকাশ বাহিনী’ গঠনের বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আর এই জাতীয় বাহিনী গঠনের মধ্য দিয়ে মহাশূন্যে যুদ্ধের দামামা বাজানো শুরু হল বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞ মহল।
মার্কিন নৌ, মেরিন, সেনা, বিমান এবং উপকূল বাহিনীর পাশাপাশি ষষ্ট সামরিক বাহিনী হিসেবে এই 'মহাকাশ বাহিনী' গড়ে তোলা হবে। মহাকাশে মার্কিন উপগ্রহগুলোকে রক্ষা এবং হামলা প্রতিহত করার পাশাপাশি কক্ষপথে মার্কিন আধিপত্য বজায় রাখাই এ বাহিনীর দায়িত্বের অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা করছেন ট্রাম্প।
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে হবে। ট্রাম্প সরকার মহাকাশ বাহিনী গঠনকে আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয়ে পরিণত করেছে বলেও জানান তিনি। আদেশপত্রে মার্কিন কংগ্রেসকে ‘মহাকাশ বাহিনী’ সংক্রান্ত খসড়া আইন প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।
মার্কিন মেরিন কোরকে দেশটির নৌবাহিনীর আওতায় রাখা হয়েছে একই ভাবে মহাকাশ বাহিনীকে দেশটির বিমান বাহিনীর আওতায় রাখার কথা এতে বলা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পেন্টাগন এই বাহিনী গঠনের প্রস্তাবিত আইন কাঠামো উত্থাপন করবে বলে জানান মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর