বর্তমানে মরক্কো সফরে আছেন ব্রিটিশ রাজবধূ মেগান মের্কেল ও তার স্বামী রাজপুত্র হ্যারি। এই বসন্তেই প্রথম সন্তানের জন্ম দেবেন মেগান। সেই খুশি উদযাপনে মরক্কো গিয়ে হাতে মেহেদী পরেছেন তিনি।
ফুলেল নকশায় মেগানের হাতে মেহেদী পরিয়ে দেন ১৭ বছরের সামিরা। ডিউক ও ডাচেস অব সাসেক্স হ্যারি-মেগান তিন দিনের জন্য দেশটি সফর করছেন। সেখানে শিশুদের সঙ্গে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে চমকে দিয়েছেন মেগান। যদিও তার দাবি, তিনি ততটা ভালো বলতে পারেন না। আর ভাষাটিতে একদমই অনভিজ্ঞ হওয়ায় ক্ষমা চেয়েছেন হ্যারি।
বিশ্বের অনেক দেশেই গর্ভবতী নারীদের হাতে মেহেদী পরিয়ে দেয়া হয়। কথিত আছে যে, এই মেহেদী মা ও তার অনাগত সন্তানকে খারাপ শক্তি থেকে রক্ষা করে।
সূত্র: ডেইলি মেইল
বিডি প্রতিদিন/ফারজানা