বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। আর অস্কার পুরস্কার ঘোষণার ঠিক আগের দিন ঘোষণা করা হয় সবচেয়ে বাজে অভিনেতা-অভিনেত্রীদের নামগুলো। অস্কারে বাজে অভিনেতাদের দেওয়া হয় গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ড বা রেজ্জি অ্যাওয়ার্ড। এবার বিশ্ববাসীর জন্য চমক হলো এ বছর সবচেয়ে বাজে অভিনেতা হিসেবে ও স্ক্রিন কম্বোতে দুটি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর দ্য গার্ডিয়ান।
মার্কিন প্রেসিডেন্টকে পুরস্কার দু'টি দেওয়া হলো মাইকেল মুর পরিচালিত ফারেনহাইট ১১/৯ এবং দিনেশ ডি সুজার ডেথ অব অ্যা নেশন নামক দু'টি ডকুমেন্টারির জন্য। এ বছর বাজে অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন মেলিসা ম্যাকার্থি। মেলিসা অভিনীত ছবি দ্য হ্যাপি টাইম মার্ডারস এবং দ্য লাইফ অব দ্য পার্টির জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়।
বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের ক্যলিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ঐতিহ্যবাহী ডলবি থিয়েটারে ৯১তম এই অস্কার শুরু হয়েছে। বিনোদন জগতের সবচেয়ে জমকালো এ আয়োজনে বাহারি সব পোশাকে অংশ নিচ্ছেন হলিউডের নামকরা সব তারকারা। 'অ্যান্ড দ্য অস্কার গোজ টু' এই ঘোষণা এ বছরের অস্কার মঞ্চে শোনা যাচ্ছে না। কারণ এবার সঞ্চালকহীন রয়েছে অস্কার মঞ্চ। ১৯৮৯ সালের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সঞ্চালক ছাড়াই হচ্ছে অস্কার।
বিডি প্রতিদিন/এ মজুমদার