কাশ্মীরের পুলওয়ামায় সেনা হত্যার ঘটনার জবাব দিতে গোটা ভারত এখন মরিয়া। প্রতিবাদ উঠে আসছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। প্রতিবাদ উঠে আসছে বিচিত্র সব কায়দায়। তেমনই এক প্রতিবাদ উঠে এল দেশটির গুজরাটের এক টাইলস ব্যবসায়ীর সৌজন্যে।
জানা গেছে, গুজরাটের মোরবি এলাকার এক সিরামিক কারখানায় তৈরি হচ্ছে এমন কিছু টাইলস, যেখানে পাকিস্তানের জাতীয় পতাকার ছবির নীচে ‘পাকিস্তান মুর্দাবাদ’ লেখা রয়েছে। আর এটাও জানা গেছে যে, ওই টাইলসগুলি বাথরুমে ব্যবহারের জন্য নির্মিত।
এভাবেই সেই টাইলস নির্মাতা ‘পাকিস্তানে সরাসরি হামলা’ চালাচ্ছেন। সেই সঙ্গে তিনি সুযোগ দিচ্ছেন এই টাইলস ব্যবহারকারীদের, যাতে তারাও তাঁদের প্রতিশোধস্পৃহা চরিতার্থ করতে পারেন। এখনও পর্যন্ত ২৫ বাক্স টাইলস তৈরি হয়েছে। কোনো ক্রেতা যদি টাইলস কেনার সময়ে ‘পাকিস্তান মুর্দাবাদ’ বলেন, তা হলে তাকে ১০ টাকা ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন সেই বিক্রেতা।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জইশ-ই-মোহম্মদের আত্মঘাতী হামলায় ৪০ জনেরও বেশি সিআরপিএফ সেনা নিহত হওয়ার পর থেকে পাকিস্তানের উপরে ক্ষোভ উগরে দিচ্ছেন ভারতীয়রা। বিভিন্ন ভাবে প্রকাশিত হচ্ছে জইশ'র আশ্রয়দাতা পাকিস্তানের উপরে প্রগাঢ় ক্রোধ। এই টাইলস সেই ক্রোধেরই বহিঃপ্রকাশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর