ভারতের একের পর এক বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ বুধবার বিমান হামলার খবর পাওয়া মাত্র জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবের সমস্ত বিমানবন্দর বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এর মধ্যে আছে শ্রীনগর, লে এবং জম্মু, চন্ডীগড় এবং অমৃতসর বিমানবন্দর। বিভিন্ন আন্তর্জাতিক বিমানও এই এলাকার বিমানবন্দরে না নামিয়ে ঘুরিয়ে দেওয়া হয় দেশের অন্যান্য নিরাপদ বিমানবন্দর দিয়ে। একের পর এক বেসরকারি বিমানসংস্থাও বিমান বাতিলের খবর জানিয়ে দেয় যাত্রীদের।
অমৃসর এযারপোর্ট ডিরেক্টর এপি আচার্য্য় সংবাদ সংস্থা এএনআই'কে জানান, এই মুহূর্তে নিরাপত্তার কারণে অমৃতসরের কমার্সিয়াল বিমানের আসা-যাওয়া বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার সকালেই ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে একটি পাকিস্তানের বিমান। ভারতীয় বিমানবাহিনীর সতর্কতায় সেটি পালিয়ে যায়। তবে যাওয়ার আগে পুঞ্চ, রাজৌরিসহ কয়েকটি স্থানে বোমা বর্ষণ করে এই পাকিস্তানি বিমান। তবে তাতে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ভারত। এএনআই সংবাদ সূত্রে খবর, পাক যুদ্ধ বিমান F-16-কে নৌসেরা সেক্টরের লামবেইলীতে গুলি করে নামানো হয়৷
এই ঘটনার পরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ডেকে পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে৷ আলোচনার জন্য ডাকা হয় সব আধাসেনা বাহিনীর ডিজিদের। এরপরেই এখন পর্যন্ত ভারতের ১০টি বিমানবন্দর বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ