ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে হামলার জবাবে পাকিস্তানে গতকাল মঙ্গলবার পাল্টা হামলা চালিয়েছে ভারত। এ নিয়ে দু' দেশের মধ্যে বুধবার সকাল থেকেই ভারত-পাকিস্তান সীমান্তে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যেই গত সপ্তাহে রাজস্থানের জয়পুর কেন্দ্রীয় কারাগারের মধ্যেই হামলায় এক পাকিস্তানি বন্দির মৃত্যু হয়। এমন এক পরিস্থিতিতে ১৪ জন পাকিস্তানি বন্দিকে উচ্চ-নিরাপত্তা বিশিষ্ট কক্ষে প্রেরণ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
নাম না জানানোর শর্তে বুধবার রাজ্য সরকারের কারা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানান, ১৪ পাকিস্তানি বন্দির জন্য তিন স্তরীয় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। রাজস্থানের কারাগারে এক পাকিস্তানি বন্দির ওপর হামলার প্রেক্ষিতেই এই ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। ওই বন্দিদের হাই-সিকিউরিটি সেলে প্রেরণ করা হয়েছে, যেখানে কলকাতার আমেরিকান সেন্টারে হামলার প্রধান চক্রান্তকারী এবং শীর্ষ মাওবাদী নেতারা রয়েছেন।
তিনি আরও জানান, কলকাতার প্রেসিডেন্সি কারাগারে ৪ জন এবং দমদম কেন্দ্রীয় কারাগারে ১০ জন পাকিস্তানি বন্দি রয়েছে। পুলওয়ামা জঙ্গি হামলার পর আমরা কোন ঝুঁকি নিতে চাই না।
রাজ্য সরকারের ওই কর্মকর্তা জানান, বন্দিদের মধ্যে কারও বিরুদ্ধে ভিসা লঙ্ঘন কারও বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযোগ রয়েছে। এখন থেকে পাকিস্তানি বন্দিরা স্পর্শকাতর এলাকাতে করতে পারবেন না। রাউন্ড দ্য ক্লক অনুযায়ী আমাদের কারাগারের কর্মকর্তারা বন্দিদের ওপর নজর রাখবে।
তবে কেবলমাত্র বন্দিরাই নয়, কারাগারের প্রধান ওয়ার্ডানসহ অন্য কর্মকর্তাদের ওপরও নজর রাখা হচ্ছে।
প্রসঙ্গত, ভারতের জম্মু-কাশ্মীরে গত ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। তার ১২ দিনের মাথায় মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে গিয়ে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা বাহিনী (আইএএফ)।
বিডি প্রতিদিন/ফারজানা