মিশরের রাজধানী কায়রোয়তে একটি রেলওয়ে স্টেশনে আগুন লেগে নিহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছে ৫০ জন। পরে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।
বুধবারে জ্বালানি তেলের একটি ট্যাংক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
জানা যায়, কায়রোর রামসেস স্টেশনে একটি ট্রেন দুর্ঘটনায় পড়লে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আগুন প্লাটফর্মে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু হয় লোকজনের।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবাউলি বলেছেন, দুর্ঘটনায় কারো কোনো অবহেলা পাওয়া গেলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে মিশরে প্রায়ই ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি হয়ে থাকে। এক পরিসংখ্যানে দেখা যায়, ২০১৭ সালে দেশটিতে এক হাজার ৭৯৩টি ট্রেন দুর্ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন