ঘানার সাবেক প্রেসিডেন্ট জেরি জন রোলিংসকে রাস্তায় নেমে যান চলাচলে নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। যান চলাচলে নিয়ন্ত্রণের ভিডিওটি টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, একটি রাস্তার মোড়ে আটকে থাকা কিছু যান নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তিনি। এ সময় তিনি রাজধানী আক্রার কাছে অবস্থিত একটি শহরের মোড়ে হাত উঠিয়ে আটকে থাকা গাড়িগুলোকে দিক নির্দেশনা দেন।
জেরি জন রোলিংসের কর্মকাণ্ড দেখে ভিড় করছিলেন আশপাশে থাকা উৎসুক জনতাও। এ সময় তারা সাবেক এ প্রেসিডেন্টের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্লোগান দেন। এ দৃশ্য অনেকে করেন মোবইল বন্দী।
৭২ বছর বয়স্ক জেরি জন রোলিংস প্রায় ২০ বছরেরও অধিক সময় ঘানা শাসন করেছেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন