থাই এয়ারওয়েজ ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, যুক্তরাজ্য, ইটালি ও অস্ট্রিয়ার বিভিন্ন শহরের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে। কিন্তু ইউরোপমুখী সব ফ্লাইট বাতিল করেছে থাই এয়ারওয়েজ।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) এয়ারলাইন্সটির ওই সিদ্ধান্তের কারণে শত শত ইউরোপিয়ান আটকা পড়েছেন থাইল্যান্ডে। ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার জেরে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি। কবে নাগাদ ফ্লাইট চালু হবে সে বিষয়েও কিছু নিশ্চিত করতে পারেনি তারা।
সাধারণত ১৩ ঘণ্টার এ ফ্লাইটগুলো ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশসীমা অতিক্রম করে পাকিস্তানের ওপর দিয়ে মধ্য এশিয়া হয়ে ইউরোপে যায়। কিন্তু ‘রুট এরিয়া’ ভারত-পাকিস্তান সীমান্তে সংঘাতের কারণে ‘ঝুঁকিপূর্ণ অঞ্চল’ হওয়ায় থাই এয়ারওয়েজ তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর