আবারও রোহিঙ্গাদের নিজ দেশে গ্রহণের পাশাপাশি নাগরিকত্ব দেওয়ার কথা জানালেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিপাইনের ম্যানিলা হোটেলে লিগ অব মিউনিসিপালিটিস কনভেনশনে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে রদ্রিগো দুতার্তে জানান, ‘আমি রোহিঙ্গাদের গ্রহণে আগ্রহী।’
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনকে ‘গণহত্যা’ উল্লেখ করে গত বছরের এপ্রিলে দুতার্তে জানান, ‘সেখানকার লোকদের প্রতি আমি সমব্যথী। আমি শরণার্থীদের গ্রহণে (আশ্রয় দিতে) আগ্রহী। ইউরোপেরও উচিত রোহিঙ্গাদের ভাগ করে নেওয়া।।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর