আবারও নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সীমান্তে পাকিস্তান বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। এনডিটিভির খবর, এ ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, “ভারতীয় সেনাবাহিনী দৃঢ় এবং কার্যকরীভাবেই এই হামলার বদলা নেবে।
অন্যদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর বলা হচ্ছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ এ কথা জানান।
এনডিটিভির খবরে বলা হয়, ভারতশাষিত জম্মু-কাশ্মীরের মেনধার, রাজৌরি ও নওশেরা সেক্টরে পাকিস্তানি সৈন্যরা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর মধ্যে মেনধার ও বালাকোট সেক্টরে সারা রাত ধরে বোমা বিস্ফোরণ চলেছে।
খবরে আরও বলা হয়, বৃহস্পতিবার প্রায় ভোর ৬টার দিকে পাকিস্তানি সেনাবাহিনী কোনো উস্কানি ছাড়াই নিয়ন্ত্রণ রেখা বরাবর কৃষ্ণা ঘাঁটি সেক্টরে হামলা চালায় এবং ছোট অস্ত্রের মাধ্যমে গুলিবর্ষণও করে। বুধবারও রাজৌরি জেলার মেনধার ও কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব