ভারতীয় বিমান বাহিনীর দু'টি যুদ্ধবিমান ভূপাতিত এবং এক পাইলটকে আটকের পর বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভারতকে ফের আলোচনায় বসার আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত আবারও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত। এর মধ্যে সকালে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকে বসেছেন ইমরান খান।
রেডিও পাকিস্তানের খবর, ইসলামাবাদে এই বৈঠক চলছে। বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান সভাপতিত্ব করছেন। তবে নির্দিষ্ট কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তা বলা হয়নি। শুধু বলা হয়েছে, বিভিন্ন ধরনের এজেন্ডা নিয়ে বৈঠক চলছে।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব