ভারতীয় বিমান বাহিনীর দু'টি যুদ্ধবিমান ভূপাতিত এবং এক পাইলটকে আটকের নতুন করে যে উত্তেজনা ছড়িয়ে পড়িয়ে তাতে কোনো সন্দেহ নেই ভারত সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাসিন্দার মনে। এর মধ্যে বৃহস্পতিবার ভোরে ভারত হামলার অভিযোগ তোলার পর সেই আতঙ্ক আরও বৃদ্ধি পেয়েছে। এ কারণে সেখানে রেড অ্যালার্ট জারি করেছেন প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খান। একই সঙ্গে পূর্বাঞ্চলীয় সীমান্তে হামলার আশঙ্কায় পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভার বিশেষ সভা আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী। খবর দ্য ডনের।
তথ্যমন্ত্রী শওকত আলী ইউসুফজাই বুধবার ডনকে বলেন, প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান, উদ্ধারকারী বাহিনী কর্তৃপক্ষ, বেসসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এবং অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন। ইতোমধ্যে সকল বিভাগকে যেকোনো ধরনের জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বেসামরিক বিমান কর্তৃপক্ষ পাইলটদের নোটিশ দিয়ে বাছা খান আন্তর্জাতিক বিমান বন্দরে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে। মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক ডাকার পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের সব ছুটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
এক কর্মকর্তা জানান, প্রদেশের বিমানবন্দর থেকে ১০টি আন্তর্জাতিক ও দুটি দেশীয় ফ্লাইট বাতিল করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এয়ারলাইন তার যাত্রীদের জানিয়েছে যে, আগামী শুক্রবার পর্যন্ত তারা পেশোয়ার থেকে দুবাই পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছে।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব