গাজায় হামাসের লক্ষ্যবস্তু লক্ষ্য করে কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। আজ বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে গাজা ভূখণ্ড থেকে একটি বিস্ফোরক বেলুন ছোঁড়া হয়। এটি বাসাতেই বিস্ফারিত হয়। এর জবাবে ইসরাইলের যুদ্ধ বিমান ও হেলিকপ্টার গাজা ভূখণ্ডের মধ্যাঞ্চলে হামাসের একটি সামরিক কম্পাউন্ডে কয়েকটি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’
গাজায় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের একটি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজা সিটির দক্ষিণে দির আল বালাহ’র পশ্চিমাঞ্চলে এ হামলা চালানো হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম