ইসরাইলে ব্রাজিলের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়া হবে ফিলিস্তিনি জনগণের ওপর একটি বড় আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মঙ্গলবার ল্যাটিন আমেরিকার এদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত এ কথা বলেন। খবর এএফপি’র।
ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ইসরাইলে রাষ্ট্রীয় সফরে যাওয়ার কয়েকদিন আগে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইব্রাহিম আলজাবেন এমন মন্তব্য করেন।
এর আগে, বোলসোনারো ইসরাইলের রাজধানী তেলআবিব থেকে দূতাবাস স্থানান্তরের ব্যাপারে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার এ সফরকালে সে ব্যাপারে আলোচনা হতে পারে।
আলজাবেন বলেন, ‘কোনো দেশের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও ফিলিস্তিনি জনগণের ওপর বড় আঘাত।’
জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণের পর বোলসোনারো তাদের দেশের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করার ব্যাপারে তার দেয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
ট্রাম্প মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানন্তরের ঘোষণা দিয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম