কারতারপুর করিডর প্রস্তুত হয়ে এখনও দুভারত-পাকিস্তানের মধ্যে যাতায়াত শুরু হয়নি। তার মধ্যেই আরও একটি করিডরের প্রস্তাব এসে হাজির হয়েছে ভারতে। এই প্রস্তাবটিও এসেছে ওয়াঘা সীমান্তের ওপার পাকিস্তান থেকে।
পাকিস্তান প্রস্তাবে বলেছে, পাঁচ হাজার বছর আগের প্রতিষ্ঠিত সারদা মন্দির এবার তারা দু’দেশের জন্য খুলে দিতে চায়। এই জায়গাটি সারদা পীঠ বলেই পরিচিত। যা সম্রাট অশোকের তৈরি বলে কথিত আছে। মনোরম এই তীর্থস্থানে যাতায়াত করতেই গড়ে তোলা হোক সারদা করিডর। এমনই প্রস্তাব পাকিস্তানের।
কিন্তু এই সারদা পীঠ বা সারদা করিডর কোথায়? পাকিস্তান থেকে আসা প্রস্তাবের পর খোঁজখবর নিয়ে দেখা গেছে মুজাফফরাবাদ থেকে ১০০ কিলোমিটার দূরে নীলম নদীর পাড়ে এই সারদা পীঠ। যা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে রয়েছে। পাকিস্তান ইতিমধ্যেই এই প্রস্তাবটি পাঠিয়েছে ভারতের বিদেশ মন্ত্রালয়কে। আসলে পুলওয়ামা হামলার ঘটনায় বেকায়দায় পড়ে এখন ফের বন্ধুত্বের রাস্তা খুঁজছে পাকিস্তান। তাই এইসব কৌশল নেওয়া হচ্ছে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
পাকিস্তানের পক্ষ থেকে এই প্রস্তাব আসার পর কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানাচ্ছে, ভারত এই অনুরোধ আগে বহুবার পাকিস্তানের কাছে করেছিল। পুণ্যার্থীদের আবেগের কথা মাথায় রেখে ২০১৮ সালের ২০ ডিসেম্বর বিদেশ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী ভিকে সিং বিষয়টি রাজ্যসভায় তুলেছিলেন। ২০১১ সালের ২৭ জুলাইও যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল এই সারদা পীঠের বিষয়ে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিধায়ক রমেশ কুমার ভঙ্কওয়ামি বলেন, ‘পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে সারদা মন্দির খুলে দেবে। আমি সেখানে বহুবার পরিদর্শনে গিয়েছি। এই নিয়ে আমি একটি রিপোর্ট তৈরি করে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে পাঠিয়েছি। চলতি বছরেই কাজ শুরু হয়ে যাবে পুণ্যার্থীদের জন্য। পাকিস্তানের হিন্দুরা সেখানে যেতে পারবেন। এই বিষয়ে ভারতের সঙ্গে পাকিস্তান বৈঠকে বসতে চলেছে ২ এপ্রিল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর