২৪ এপ্রিল, ২০১৯ ১৫:১২

শ্রীলঙ্কার গির্জায় হামলাকারীরা উচ্চবিত্ত, নিয়েছেন উচ্চতর ডিগ্রিও

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার গির্জায় হামলাকারীরা উচ্চবিত্ত, নিয়েছেন উচ্চতর ডিগ্রিও

সিরিজ বোমা হামলায় তছনছ দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। গত রবিবার সকালে ইস্টার সানডে উদযাপনের সময় দেশটির রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের গির্জা ও হোটেলে ভয়াবহ এই বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৩৫৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০০ জন।

গির্জায় সন্দেহভাজন হামলাকারীর একটি ভিডিও প্রকাশ করেছে সিএনএন। 

এদিকে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার উপ-প্রতিরক্ষামন্ত্রী রাবন বিজয়াবর্ধন বলেছেন, আমি মনে করি, আত্মঘাতী হামলাকারী ব্রিটেনে পড়াশোনা করেছেন। পরে স্নাতকোত্তর করেছেন অস্ট্রেলিয়ায়। এরপর ফিরে এসে শ্রীলঙ্কায় স্থায়ীভাবে বসবাস করেন।

তিনি বলেন, হামলাকারীদের অনেকের সঙ্গে আন্তর্জাতিক সংযোগ রয়েছে। তারা দেশের বাইরে বসবাস ও পড়াশোনা করেছেন। হামলাকারীরা সুশিক্ষিত, মধ্য ও উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে তারা এসেছেন। কাজেই অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী ছিলেন। তাদের পরিবারগুলোও অর্থনৈতিকভাবে সচ্ছল। এটিই হচ্ছে হামলার সবচেয়ে হতাশাজনক দিক। হামলাকারীদের অনেকে বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা করেছেন।

মঙ্গলবার দিবাগত রাতে ১৮ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এ নিয়ে আটকের সংখ্যা ষাটের বেশি।

বিডি প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর