পাকিস্তানের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তান আমেরিকায় নির্বাসিত এবং ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া পাকিস্তানিদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃত্তিতে বলা হয়, পাকিস্তানের কনস্যুলার অপারেশন এখন পর্যন্ত অপরিবর্তিত থাকলেও গত ২২ এপ্রিলের ফেডারেল রেজিস্ট্রেশন নোটিফিকেশন অনুমোদন করে। সেখানে ভিসা বন্ধের বিষয়টি সতর্ক করে দেওয়া হয়। এমনকি তা পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানিয়ে দেওয়া হয়।
এর আগে সন্ত্রাসী তৎপরতার অভিযোগে লিবিয়া, ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেখানে প্রাথমিকভাবে পাকিস্তানের নামও বিবেচনায় নিয়েছিল।
এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘ট্রাম্প যদি পাকিস্তানের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেন তাহলে মেধা পাচার কমে আসবে। তখন পাকিস্তানিরা নিজ দেশের সমস্যা সমাধানের দিকে নজর দেবেন। তারা পাকিস্তানকে আরও ভালো অবস্থানে নেবার চেষ্টা করবেন।’
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/কালাম