জঙ্গিদের নিশানায় রয়েছে ভারতের রাজ্য বেঙ্গালুরু। গোয়েন্দা সূত্রে এমন খবর পাওয়ার পরই রাজ্যজুড়ে চূড়ান্ত সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। বেঙ্গালুরু, মাইসুরু এবং কর্নাটকে ইতোমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার টি সুনীল কুমার সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, শহরের বিভিন্ন সংবেদনশীল জায়গা, ধর্মীয় স্থান, বাজার, শপিং মল, মাল্টিপ্লেক্স, বিমানবন্দর, রেলস্টেশন, বাস টার্মিনালসহ জনসমাগম হয় এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
লোকসভা নির্বাচন চলছে দেশজুড়ে। বেঙ্গালুরুও নির্বাচনী উত্তাপে ফুটছে। ফলে সে দিক থেকে আগেই রাজ্যজুড়ে নিরাপত্তার একটা বেষ্টনি তৈরি করা হয়েছে। রাজ্যে জঙ্গি হামলা হতে পারে, গোয়েন্দা সূত্রে এমন সতর্কবার্তা আসার পর থেকেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে রাজ্য পুলিশ সূত্রে জানানো হয়েছে। সম্প্রতি শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ হয়েছে। সেই ঘটনায় ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/কালাম