লাতিন আমেরিকার দেশগুলোতে জঙ্গি গোষ্ঠী আইএস ও আল-কায়েদার উত্থান ঘটছে বলে জানিয়েছেন রাশিয়ার সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধান ইগোর কস্তিইয়ুকভ।
রাশিয়ার রাজধানী মস্কোতে অষ্টম আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে তিনি এই তথ্য জানান। তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হয় ২৫ এপ্রিল। এ সম্মেলনে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষামন্ত্রী ও নিরাপত্তা বিশেষজ্ঞরা।
এসময় তিনি আরো বলেন, লাতিন আমেরিকায় এসব সন্ত্রাসী গোষ্ঠীর জন্য নতুন সদস্য সংগ্রহ করে তাদেরকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে কাজে লাগানো হবে। এমনকি সেখানে প্রশিক্ষণ শিবির খোলা হয়েছে যা নতুন ধরনের ঝুঁকি তৈরি করেছে।
রুশ এ সেনা কর্মকর্তা বলেন, লাতিন আমেরিকায় বসবাসরত মুসলমানদেরকে টার্গেট করেছে জঙ্গি গোষ্ঠী। নতুন সদস্য সংগ্রহ করার জন্য তারা তহবিলও সংগ্রহ করছে।
এ বিষয়ে ব্রাজিলের কৌঁসুলিরা বলেছিলেন, গেল বছরে আইএস প্রতিষ্ঠার প্রচেষ্টায় জড়িত থাকার দায়ে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন