কাজবিহীন থাকার কথা ভাবতে পারেন না জাপানীরা। তাই ১০ দিনের টানা ছুটির কারণে সরকারের ওপর বিরক্তি প্রকাশ করেছে দেশটির অনেক কর্মজীবী।
জাপানী দৈনিক আশাহি শিম্বুন-এর এক জরিপে দেখা গেছে, ৪৫ শতাংশ জাপানী টানা ছুটিতে খুশি নন। মাত্র ৩৫ শতাংশ জাপানী সন্তুষ্টি প্রকাশ করেছে।
শনিবার থেকে নজিরবিহীন এ ছুটি শুরু হয়েছে। একটানা বেশ কয়েকদিনের ছুটিতে সন্তুষ্ট নয় জাপানীরা। অধিকাংশ মানুষই বিরক্তি প্রকাশ করেছে। কারণ, তাদের মতে এ সময়ে নানা ধরনের কাজ বিঘ্নিত হবে।
মঙ্গলবার সম্রাট আকিহিতো বিদায় নেবেন এবং তার বড়ো ছেলে নারুহিতো (৫৯) সিংহাসনে বসবেন। পুরনো সম্রাটের বিদায় এবং নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠান ছাড়াও জাপানীরা দেশটির ঐতিহ্যবাহী ‘গোল্ডেন উইক’ও এ সময়ে উদযাপন করবে। দুটি উপলক্ষ মিলিয়ে টানা ছুটি ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন