জাকার্তা থেকে সরে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো জাকার্তা থেকে রাজধানী সরিয়ে অন্য কোনো পরিকল্পিত শহরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কোথায় নেওয়া হচ্ছে রাজধানীকে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
সোমবার ইন্দোনেশিয়ার পরিকল্পনামন্ত্রী বামব্যাঙ ব্রডজনগোরো প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের এ কথা জানান।
তিনি বলেন, জনবহুল জাকার্তা নগরীতে নানা সমস্যা। এসব বিবেচনা করে প্রেসিডেন্ট জোকো উইদোদো এখান থেকে রাজধানী সরানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, নতুন রাজধানীর অবস্থান এখনও নির্ধারণ করা হয়নি। চূড়ান্ত করতে ১০ বছর সময় লাগতে পারে। এসময় তিনি ব্রাজিল এবং কাজাখস্তানের রাজধানী পরিবর্তনের বিষয় টেনে একটি উদাহরণ দেন।
বিডি প্রতিদিন/কালাম