আবার প্রকাশ পেল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদির ভিডিও।
গোষ্ঠীটির মিডিয়া নেটওয়ার্ক আল ফুরকানে সোমবার প্রকাশিত ১৮ মিনিটের ভিডিওটি প্রকাশ পায়। খবর বিবিসির।
ভিডিও বার্তায় বাগদাদিকে মুখঢাকা কয়েকজন অনুসারীর সামনে কথা বলতে দেখা যায়।
ভিডিওতে তিনি শ্রীলঙ্কার হামলা নিয়ে কথা বলেছেন। আর সিরিয়ায় গোষ্ঠীটির পরাজয়ের কথাও বলেছেন।
বাগদাদি ২০১৪ সালে একবারই নিজের ছবি তুলতে দিয়েছিলেন।
বাগদাদি সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের গুজব উঠতে দেখা গেছে। কখনো দাবি করা হয়েছে তিনি মারা গেছেন, কখনো বলা হয়েছে তিনি ধরা পড়েছেন আবার কখনো দাবি করা হয়েছিল বাগদাদি মারাত্মকভাবে আহত।
বিডি প্রতিদিন/কালাম