মাসুদ আজহারকে ব্ল্যাকলিস্টে ফেলার জন্য একাধিকবার উদ্যোগ নিয়েছে ভারত। জাতিসংঘের দ্বারস্থও হয়েছে। কিন্তু পাকিস্তান বরাবরই মাসুদ আজহারকে বাঁচিয়ে দিয়েছে। এবার সেই জঙ্গিনেতাকে নিষিদ্ধ করার জন্য ভারতের উপর শর্ত চাপাল পাকিস্তান।
পুলওয়ামা হামলায় জয়েশ-ই-মোহম্মদ'র যোগ থাকার একাধিক প্রমাণ পেয়েছে ভারত। কিন্তু পাকিস্তানের দাবি, ভারতকে পুলওয়ামা কাণ্ড থেকে মাসুদ আজহারের নাম সরিয়ে নিতে হবে। পাকিস্তানের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র মোহম্মদ ফয়জল বলেন, ভারত প্রমাণ করুন যে পুলওয়ামা কাণ্ড ঘটিয়েছে মাসুদ আজহার। তারপর আমরা ব্ল্যালিস্টের কথা ভেবে দেখব।
এদিকে, ভারতীয় গোয়েন্দা দফতর সূত্রে খবর জইশ প্রধান তার সংগঠনের সদস্য, বিশেষত শীর্ষ কমাণ্ডারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। সেখানে ভারতে নতুন করে হামলার ছক তৈরি করা হয়েছে।
জানা গেছে, জইশের প্রতিটি শীর্ষ কমাণ্ডারকে মাসুদ আজহারের নির্দেশ, খুব কম সময়ের মধ্যে বড়সড় হামলা চালানোর জন্য যেন তারা প্রস্তুত থাকে। এজন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে৷
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর