বিড়ালের চেয়ে কুকুরকেই বেশি বুদ্ধি প্রাণী হিসেবে জানে মানুষ। আর বিড়ালকে মনে করা হয় মানুষের প্রিয় পোষা প্রাণী। বেড়ালকে সাধারণত আমরা আরামপ্রিয় বলেই জানি। তবে এবার তার বুদ্ধির ঝলকও দেখা গেল ভিডিওতে।
এপ্রিলের ২৬ তারিখ শেকিলাহ জোনস নামের এক ফেসবুক ব্যবহারকারী শেয়ার করেন দুটি ভিডিও ক্লিপ। ভিডিও দুটিতে দেখা যায়, একটি কালো বেড়াল একটি বাসার দরজার বাইরে দাঁড়িয়ে আছে।
সিঁড়ির রেলিংয়ে পেছনের দুই পা রেখে সামনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে দরজার হাতলের ওপর। কিছুক্ষণ অপেক্ষা করার পর সবাইকে অবাক করে দিয়ে এক পা বাড়িয়ে দরজার কড়া নাড়তে শুরু করে বেড়ালটি। শেষ পর্যন্ত বেড়ালের ডাকে কেউ সাড়া দিয়ে দরজা খুলেছিলেন কিনা, তা অবশ্য ভিডিওতে দেখা যায়নি।
মুহূর্তের মধ্যে বুদ্ধিমান এই বেড়ালের ভিডিও দুটি ভাইরাল হয়ে পড়ে অনলাইনে। এ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে।
শেকিলাহ অবশ্য কখন কোথায় এই ঘটনা ঘটেছে, তা জানাননি।
মাত্র তিন দিনে একটি ভিডিও দেখা হয়েছে দেড় কোটি বার। ৪১ হাজার শেয়ারের পাশাপাশি পোস্টে মন্তব্য করেছেন ১৫ হাজার ব্যক্তি।
ভিডিও:
সূত্র: ডয়েচে ভেলে
বিডি প্রতিদিন/কালাম