মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে আরেক কানাডীয় নাগরিকের মৃত্যুদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত। বিবৃতিতে বলা হয়েছে, ২০১২ সালের মার্চে বড় ধরনের মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে মঙ্গলবার এ আদেশ দেয়া হয়।
চীনের গুয়াংডং প্রদেশের জিয়াংমেন ইন্টারমিডিয়েট পিপল'স কোর্টে এদিন ১১ জনের সাজা ঘোষণা করা হয়। এর মধ্যে ১ জন আমেরিকান ও ৪ জন মেক্সিকান নাগরিকও রয়েছেন। তবে শুধু কানাডার নাগরিক ফ্যান ওয়েই ও য়ু জিপিং নামের এক চীনা নাগরিককেই শুধু মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
এর আগে গত জানুয়ারিতে রবার্ট লয়েড সিশেলেনবার্গ নামের এক কানাডীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেয় চীন। এতে চীন ও কানাডার সম্পর্ক তলানিতে পৌঁছায়। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা