শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলার ঘটনায় ভারতীয় নাগরিক রিয়াস আবু বকরকে (২৯) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় আদালতে হাজির করার পর তাকে বিচারিক আদালতে সমর্পণ করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শ্রীলংকায় ইস্টার সানডে হামলার মূলহোতা জাহরান হাশেমের সঙ্গে রিয়াস আবু বকরের যোগাযোগ ছিল। সোমবার রিয়াস আবু বকরকে গ্রেফতার করে দেশটির জাতীয় সদন্ত সংস্থা (এএনআই)। আবু বকর জানান, তিনি ভারতের কেরালায় হামলা চালাতে চেয়েছিলেন।
ইস্টার সানডে পালনের প্রাক্কালে শ্রীলঙ্কায় চার্চ ও হোটেলে বোমা হামলায় ২৫০ জনের বেশি নিহত ও ৫০০ মানুষ আহত হয়। ভারতের কর্মকর্তারা বলেন, জাহরান গত বছর ভারতে দুই থেকে তিন মাস ছিলেন। ওই সময়ে বেশ কয়েকজন ভারতীর সঙ্গে তার যোগাযোগ হয়। যাদের তিনি আইএসে যোগ দিতে উৎসাহ দিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা