ভারতের একটি রেস্তোরাঁয় নারীদের পোশাক নিয়ে অসংবেদনশীল মন্তব্য করার অভিযোগ উঠেছে এক মধ্য বয়সী নারীর বিরুদ্ধে। শুধু তাই নয়, ছোট পোশাক পরা নারীদের ধর্ষণ করতে রেস্তোরাঁয় পুরুষকর্মীদের উৎসাহও দিয়েছেন বলে অভিযোগ ওই মধ্য বয়সী নারীর বিরুদ্ধে। এই মন্তব্য করার পর ক্ষমা চাওয়ার পরিবর্তে নিজের বক্তব্যে অনড়ও থাকলেন তিনি। তার ওই মন্তব্য নিয়ে ভারতজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
জানা গেছে, দিল্লির একটি রেস্তোরাঁয় কেনাকাটা করছিলেন মাঝ বয়সী এক নারী। তার আশেপাশে কেনাকাটা করছিলেন কম বয়েসী কয়েক জন ছেলে-মেয়ে। তাদের অনেকের পরনেই ছিল মিনিস্কার্ট। তাদের দেখে হঠাৎই উত্তেজিত হয়ে পড়েন ওই নারী। অভিযোগ, মিনি স্কার্ট পরা মেয়েদের উদ্দেশ্য করে তিনি বলেন, 'এতো ছোট পোশাক পরে এসেছো, তোমাদের লজ্জা হওয়া উচিত।' ঘটনাস্থলে উপস্থিত অনেকেই তার মন্তব্যের প্রতিবাদ করলে তিনি বলেন, ‘তোমাদের ধর্ষণ করা উচিত।’
এখানেই না থেমে রেস্তোরাঁয় উপস্থিত পুরুষ কর্মীদের উদ্দেশে তার পরামর্শ, ‘ছোট পোশাক পরা এই ধরনের মেয়ে সামনে পেলেই আপনাদের ধর্ষণ করা উচিত।’
এই মন্তব্যের পরই আশপাশ থেকে প্রতিবাদে সামিল হন আরও অনেকে। ক্ষমা চাইতে হবে বলে তাকে ঘিরে ধরেন অনেকেই। যদিও নিজের বক্তব্যে অনড় থাকেন তিনি। ক্ষমা চাওয়ার পরিবর্তে তিনি বলেন, আপনাদের যা ইচ্ছে করে নিন। যারা প্রতিবাদ জানাচ্ছিলেন, তাদের বিরুদ্ধে পুলিশে যাওয়ার হুমকিও দেন তিনি।
পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে রাখেন উপস্থিত অনেকেই। আপলোড হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ওই নারীর এই অসংবেদনশীল মন্তব্যের প্রতিবাদে সামিল হয়েছেন নেটিজেনদের একাংশ। এই প্রতিবেদন লেখার সময় প্রায় সাড়ে চার লাখবার দেখা হয়েছে ভিডিওটি। ভিডিওটি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে তোলপাড়। সূত্র : আনন্দবাজার
বিডি প্রতিদিন/০১ মে ২০১৯/আরাফাত