যান্ত্রিক ত্রুটির কারণে পর পর দুইবার দুর্ঘটনার কবলে পড়লেও বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের বিমানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডেনিস মুলেনবার্গ।
এদিকে, এরইমধ্যে নতুন সফটওয়্যার সংবলিত ম্যাক্স বিমানগুলোর পরীক্ষামূলক পরিচালনা শুরু করেছে বোয়িং। এবারের সব পদক্ষেপ নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নেয়া হবে বলেও জানান তিনি।
বোয়িংয়ের সাধারণ সভায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, সফটওয়্যারের ত্রুটি সারিয়ে নেয়ার পর এ মডেলের বিমান ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ হবে।
এ সময় তিনি আরও বলেন, যাত্রীদের ভ্রমণ নিরাপদ করতে কর্মকর্তা কর্মচারীদের আরও বেশি প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ