ইস্টার সানডেতে সিরিজ বোমা হামলার ঘটনায় বোরকা নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা সরকার। বোরকা ছাড়াও কোনো ধরনের মুখ ঢাকা পোশাকের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশটিতে। এবার ভারতেও তা নিষিদ্ধ করার জন্য মোদির কাছে দাবি জানিয়েছেন শিবসেনা।
বুধবার শিবসেনার মুখপত্র সামনা জানিয়েছেন, রারণের লঙ্কায় বোরকা নিষিদ্ধ হয়েছে। এখন রামের অযোধ্যায় তা নিষিদ্ধ হবে কবে? বুধবার অযোধ্যায় সভা করছেন মোদি। তার আগে এই কথাটাই আমরা মোদিকে জিজ্ঞাসা করতে চাই।
শিবসেনার দাবি ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রিটেনে মুখ ঢাকা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। শিবসেনা ওই দাবি করলেও তা অবান্তর বলে উড়িয়ে দিয়েছেন আরপিআই তথা এনডিএ শরিক নেতা রামদাস আটওয়ালে। তার মন্তব্য, বোরকা নিষিদ্ধ করা ঠিক নয়।
আটওয়ালে বলেন, বোরকা পরে থাকা মানেই যে কেউ জঙ্গি হবে এমন কোনও কথা নেই। তবে যারা বোরকা পরে সন্ত্রাসবাদী কাজকর্ম করে তাদের শাস্তি দেয়া উচিত।-জি নিউজ
বিডি প্রতিদিন/০১ মে ২০১৯/আরাফাত