ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন কংগ্রেস তাকে খুন করার স্বপ্ন দেখছে। কংগ্রেস নেতারা তাকে প্রবল ঘৃণা করে। আর সেই ঘৃণা এতটাই বেড়ে গেছে যে এখন কংগ্রেস নেতারা তাকে খুন করার স্বপ্ন দেখে।
আজ মধ্যপ্রদেশের ইতারসিতে নির্বাচনী প্রচারণায় মোদি এসব কথা বলেন।
কয়েক দিন আগে এক কংগ্রেস নেতা এমনই একটি মন্তব্য করে বিতর্ক বাধান। ওই কংগ্রেস নেতা ভোটারদের কাছে বলেছিলেন, এমন ছক্কা হাঁকান যাতে মোদীকে সীমান্তের ওপারে ছুড়ে ফেলা যায় এবং সেখানেই যেন তিনি মারা যান। কংগ্রেস নেতার সেই মন্তব্যকে উল্লেখ করে মোদী এই কথা বলেন।
জাকির নায়েকের সমর্থন করায় দিগ্বিজয় সিংহের সমালোচনা করে মোদি বলেন, ‘‘জাকির নায়েকের টিভি চ্যানেলের উপর নিষেধাজ্ঞা জারি করতে এক মুহূর্ত সময় নেয়নি শ্রীলঙ্কা সরকার। অথচ সেই জাকির নায়েককে ‘শান্তির দূত’ বলেছিলেন দিগ্বিজয় সিং। এদের ডুবে মরা উচিত।’’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন