ভারতের প্রধানমন্ত্রীর চপারে প্রযুক্তিগত সমস্যার কারণে জরুরি অবতরণ করতে হয়েছে দুটি হেলিকপ্টারকে। প্রচার সভায় যাচ্ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসময় এই ঘটনা ঘটে। বুধবার উত্তরপ্রদেশের প্রতাপগড়ের জাছেরামপুর খাস গ্রামে তড়িঘড়ি নামাতে হয় একটি হেলিকপ্টারকে।
এদিন উত্তরপ্রদেশের ভারওয়াড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সভা করার কথা ছিল। সেখানেই যাচ্ছিল ওই হেলিকপ্টারটি। ভারতীয় বিমানবাহিনীর একটি এমআই-১৭ চপার ল্যান্ড করানো হয়। ওই গ্রামের একটি খোলা মাঠে নামানো হয় হেলিকপ্টারটিকে।
স্টেশন অফিসার সিয়ারাম ভার্মা জানিয়েছেন, দুপুর ১টা ২০ মিনিটে ওই কপ্টারটি জরুরি অবতরণ করা হয়। ইঞ্জিনে কিছু সমস্যা থাকায় এই পদক্ষেপ নিতে হয়।
প্রায় ঘণ্টাখানেক বাদে ঘটনাস্থলে পৌঁছায় আরেকটি হেলিকপ্টার। তাতে ইঞ্জিনিয়ারদের উড়িয়ে নিয়ে আসা হয়। এরপর বিকেল সাড়ে পাঁচটায় ফের উড়ে যায় ওই দুই হেলিকপ্টার।
কয়েকদিন আগেই সভায় যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে যায় রাহুল গান্ধীর বিমানের। বিহারে সভা করতে যাচ্ছিলেন তিনি। তার আগেই বিকল হয়ে যায় ইঞ্জিন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ